Articles
A,
an এবং the কে Article বলে। Article দুই প্রকার।
1.Indefinite
Article and
2.Definite
Article.
Indefinite Article:
A
এবং an কে Indefinite Article বলে কারন তারা কোন অনির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বুঝায়। সচরাচর singular countable noun এর পূর্বে A অথবা an বসে।
Example- He has a pen.
- I bought a book.
- This is an elephant.
- He took an apple.
Definite Article
The
কে definite Article বলে কারন ইহা কোন নির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বুঝায়।
Example-I saw the bird.
- I read the book.
- Dhaka is the capital of Bangladesh.
Use
of A and An
1. সাধারণত consonant এর পূর্বে a এবং vowel (a, e, i, o, u) এর পূর্বে an বসে।
যেমন – a hen, a book, a pen, an apple, an egg, an orange.
2. শব্দের শুরুতে যদি h থাকে এবং h এর উচ্চারণ h এর মত হলে তার পূর্বে a বসে। কিন্তু h এর উচ্চারণ o বা অন্য কোন উচ্চারণ হলে তার পূর্বে an বসে।
যেমন- a horse, a historian, an honest man, an hour.
3. শব্দের শুরুতে যদি Vowel থাকে এবং তার উচ্চারণ যদি u এর মত হয় তাহলে তার পূর্বে a বসে।
যেমন- a ewe, a European, a uniform, a university, a useful metal.
4. O
দিয়ে গঠিত শব্দের পূর্বে an বসে। শুধুমাত্র one শব্দের পূর্বে a বসে।
যেমন- an open field, an open heart surgery, an opera, an orange,
a one taka note, a one eyed man.
5. সংক্ষিপ্ত রূপ অর্থাৎ abbreviation এর প্রথম অক্ষর vowel এর মত উচ্চারিত হলে তার পূর্বে an বসে। কিন্তু abbreviation এর প্রথম অক্ষর consonant এর মত উচ্চারিত হলে তার পূর্বে a বসে।
যেমন- an M.B.B.S, an F.C.P.S, an M.A, a B.A, a B.SC.
Other
uses of A and An
1. এক জাতীয় সকল singular common noun এর পূর্বে a/an বসে।
যেমন- A tiger is a dangerous animal; An ant is an industrious
insect.
2. একজন ব্যক্তি বা বস্তুকে বুঝালে তার পূর্বে a/an বসে।
যেমন- He bought an orange, He lives in a tiny room.
3. সমজাতীয় কিছু(the same, the certain) ইত্যাদি অর্থ প্রকাশ করতে singular common noun এর পূর্বে a/an বসে।
যেমন
- Birds of a feather flock together.
- Criminals are of a (the same) character.
- There lived a farmer.
4. Preposition
অর্থে কখনো কখনো a ব্যবহৃত হয়। এরূপ a কে disguised preposition বলে।
যেমন- He went a (on) fishing, She went a (on) shopping.
5. Few,
little, good many, lot of, great many, good deal, ইত্যাদি plural noun এর পূর্বে a /an বসে। মাঝে মাঝে many এর পরে a /an বসে।
Example
- I have a few friends here.
- The library has a lot of books.
- The rich man has a good deal with money
- Many a man was present in the meeting.
6. সংখ্যাবাচক শব্দ- dozen, hundred, thousand, million, couple,
score, ইত্যাদির পূর্বে a বসে।
7. Exclamation
অর্থাৎ what, how, why, ইত্যাদির পরে a বসে।
- What a beautiful lady!
- How nice a bird!
8. Singular
common noun – quite, many, rather, but, more এর পূর্বে a/an বসে।
- He is rather a gentleman.
- You are but a child.
9. Mr./Mrs./Miss এর
পূর্বে a/an বসে।
- A Mr. Ashik called in his house.
- A Mrs. Habiba sought his help.
Omission of a/an:
1. খাবারের (meals) পূর্বে a/an বসে না। তবে খাবারের (meals) পূর্বে adjective বসলে a/an বসে.
Incorrect- We have a
dinner at 8.00 pm.
Correct- We have dinner at 8.00 pm.
Incorrect- We had
good breakfast yesterday.
Correct- We had a good breakfast yesterday.
2. Plural noun এর পূর্বে a/an বসে না।
- Birds are beautiful.
- Cows are useful.
3. Uncountable noun হিসেবে গণ্য যেমন – advice, information, news, baggage,
water, milk, oil, tea, paper, ইত্যাদি এর পূর্বে a/an বসে না।
- He gave me some information.
- We take tea.
- He drinks water. তবে পরিমাপ করা যায় এমন কিছু measure words থাকলে তার পূর্বে a/an বসে।
যেমন – Give me a glass of water.
Use of definite article
নির্দিষ্ট
করে বুঝায় এমন common noun এর singular ও plural উভয় number এর পূর্বে the বসে।
- The boy is reading.
- The girl is singing.
এক
জাতীয় সকলকে বুঝাতে singular common noun
এর পূর্বে the বসে।
- The cow gives us milk.
- The rose is beautiful flower.
মানবজাতি
man and women এর
পূর্বে the বসে না।
Incorrect –
The man is mortal.
Correct - Man is mortal.
নদী,
সাগর, উপসাগর, পর্বতশ্রেণী,
দীপপুঞ্জ,
জাহাজ ইত্যাদি
নামের পূর্বে the বসে।
যেমন –
The Andamans, The Himalayas, The Titanic.
ধর্মগ্রন্থ
ও পত্রিকার নামের পূর্বে the বসে।
যেমন –
The holy Quran, The Daily sun.
একক
বস্তু –
পৃথিবী, চন্দ্র, সূর্য, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিন ইত্যাদি
নামের পূর্বে the বসে।
The sun, The earth, The moon.
বর্ণনামূলক
বা অর্থপূর্ণ
নামের পূর্বে the বসে।
- The U.S.A, the panjab.
তারিখের
নামের পূর্বে the বসে।
যেমন -
The 10th March.
জাতি
ও সম্প্রদায়ের নামের পূর্বে the বসে।
যেমন –
The rich, The poor, The Muslims.
Superlative degree তে adjective এর পূর্বে the বসে।
যেমন – He is the best boy in the class.
Material noun এর পূর্বে the বসে না। তবে নির্দিষ্ট স্থানের বা প্রকারের বুঝালে the বসে।
যেমন –
The Diamond of Africa is famous.
Proper noun এর
পূর্বে adjective থাকলে তার পূর্বে the বসে।
যেমন – The great Akbar was a mighty ruler.
বংশ
বা পরিবারের
পরিচয়জ্ঞাপক
নাম plural হলে তার পূর্বে the বসে।
যেমন –
The khans, The Pathans.
সংখ্যা
প্রকাশক
word যদি unit অর্থে বসে তাহলে তার পূর্বে the বসে।
যেমন – Eggs are sold by the dozens.
Musical instrument এর পূর্বে the বসে।
যেমন –
I can’t play the Guitar. The cowboy can play the flute well.
কোন
কোন যন্ত্র এবং আবিস্কারের
পূর্বে the বসে।
যেমন –
Markoni invented the radio. The bicycles is an easy means of transport.
Singular designation এর পূর্বে the বসে।
যেমন – The president, The Prime Minister, The headmaster.
Omission of definite article:
বিখ্যাত
গ্রন্থের
লেখকের নাম গ্রন্থের
পূর্বে থাকলে the বসে না। কিন্তু লেখকের নাম পূর্বে না থাকলে the বসে।
যেমন –
The Gitanjoli of Robindranath.
রাস্তা,
এভিনু, স্কয়ার, পার্কের
নামের পূর্বে the বসে না।
যেমন –
He is going to park.
ভাষার
নামের পূর্বে the বসে না।
যেমন –
Bangla is our mother lsnguge. English is an international language.
কিন্তু
ভাষার নামের পরে language শব্দ টা উল্লেখ থাকলে the বসে।
যেমন –
The English language is international.
হ্রদের
নামের পূর্বে the বসে না।
যেমন –
Lake Superior, Lake Baikal, Lake Caspian.
দিন
বা মাসের নামের পূর্বে the বসে না।
যেমন –
Friday is holyday.
রোগের
নামের পূর্বে the বসে না।
যেমন –
Fever has broken out in the home.
Allah or God এর নামের পূর্বে the বসে না।
যেমন –
Allah has created us.
শরীরের
অঙ্গ-প্রতঙ্গ
এবং পোশাক- পরিচ্ছেদ
ইত্যাদির
পূর্বে the বসে না।
যেমন – Raise your right hand. Put off your shirt.
ভ্রমন
সম্পর্কিত
যানবাহন
বা ভ্রমন পথের পূর্বে the বসে না।
যেমন –
by bus, by train, by launch.
Present
Indefinite কোন কাজ বর্তমানে হয় বোঝালে
বা অভ্যাসগত সত্য বোঝালে
বা চিরসত্য বোঝালে Present Indefinite Tense হয়। বাংলায় চিনার উপায়: Structure: Subject 3rd person singular হলে Verb এর সাথে s/es যুক্ত হয়
। আমি স্কুলে যাই
– I go to school. সূর্য পূর্ব দিকে
উদিত
হয়
– The sun rises in the East.
|
Past
Indefinite অতীত কালের কোন কাজ বোঝাতে বা অতীতের কোন অভ্যাস বোঝাতে, যার ফল এখন আর বিদ্যমান
নেই
তাকে
Past Indefinite Tense বলে। বাংলায়
চিনার
উপায়: Structure:
আমি
ভাত
খাইয়াছিলাম/খেয়েছিলাম
– I ate rice.
|
Future
Indefinite ভবিষ্যতে কোন
কাজ ঘটবে এরূপ
বোঝালে Future
indefinite tense
হয়। বাংলায়
চিনার
উপায়: Structure: আমি কাজটি করিব-
I will/shall do the work.
|
Present
continuous বর্তমানে কোন কাজ চলছে বা নিকট ভবিষ্যতে চলবে এরূপ বোঝালে Present continuous tense হয়। বাংলায় চিনার উপায়: Structure:
আমি স্কুলে
যাইতেছি
– I am going to school. আপনি কি
আজ
বিকালে
মীটিং
এ
আসছেন
– Are you coming to the meeting this afternoon?
(Near future)
|
Past
continuous অতীতকালে কোন কাজ কিছুক্ষণ ধরে চলছিল এরূপ বোঝালে Past continuous tense হয়। বাংলায় চিনার উপায়: Structure: আমি ভাত খাইতেছিলাম/খাচ্ছিলাম – I was eating rice.
JaeedSir,CMHS,01814
414141 |
Future continuous ভবিষ্যৎ কালে কোন কাজ চলতে থাকবে এরূপ বোঝালে Future continuous tense হয়। বাংলায় চিনার উপায়: Structure: আমি বইটি পড়িতে থাকিব – I shall be reading the
book. তারা ফুটবল খেলিতে থাকিবে- They will be playing
football.
|
Present perfect কোন কাজ শেষ হয়েছে অথচ তার ফল এখনও বর্তমান আছে (অপ্রকাশিত), এরূপ বোঝালে Present perfect tense হয়। বাংলায় চিনার উপায়: Structure: আমি ভাত খাইয়াছি – I have eaten rice. সে স্কুলে গিয়েছি – He has gone to school. |
Past Perfect অতীত কালে দুটি কাজ সম্পন্ন হয়ে থাকলে তাদের মধ্যে যেটি আগে ঘটেছিল তা Past perfect tense হয় এবং যেটি পরে
হয়েছিল তা
simple past tense হয়। বাংলায় চিনার উপায়: Structure: আমি ভাত খাওয়ার পূর্বে সে বাড়ি আসল – He had
come home before I ate rice.
|
Future Perfect ভবিষ্যৎ কালের দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হবে তা Future perfect tense হয় এবং পরেরটা simple present tense হয়। বাংলায় চিনার উপায়: subject + shall have/will have + verb এর past participle + object
বাবা আসার আগে আমি কাজটি করিয়া থাকিব - I shall have done the
work before my father comes.
|
Present perfect continuous কোন কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনও চলছে এরূপ বোঝালে Present perfect continuous tense হয়। বাংলায় চিনার উপায়: Structure: সে দুই ঘণ্টা যাবৎ পড়িতেছে – He has been reading
for two hours. (নির্দিষ্ট সময়) সে সকাল থেকে পড়িতেছে– He has been reading
since mourning.
|
Past Perfect Continuous অতীতকালে কোন কাজ কোন বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয়ে সেই সময় পর্যন্ত চলছিল বোঝালে Past perfect continuous
tense হয়। এখানে যদি দুটি ক্রিয়া উল্লেখ থাকে তাহলে যে কাজটি আগে চলছিল তা Past perfect continuous tense হয়। যে কাজটি পরে হবে তা Past indefinite tense হয়। বাংলায় চিনার উপায়: সে যখন আসিল তখন আমি ভাত খাইতেছিলাম – I had
been eating rice when he came. www.jaeedsir.com |
Future Perfect Continuous ভবিষ্যৎ কালে কোন সময়ের মধ্যে কোন কাজ চলতে থাকবে এরূপ বোঝালে future perfect tense হয়। ভবিষ্যৎ কালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে চলতে থাকবে তা future perfect tense হয় যে কাজটি পরে হবে তা present Indefinite tense হয়। বাংলায় চিনার উপায়: Structure: তুমি ফিরে না আসা পর্যন্ত আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকব- We shall have been
waiting for you until you come back. বাবা আসার আগে আমি কাজটি করিতে থাকিব- I
shall have been doing the work before my father comes.
|
Parts of Speech (পদ প্রকরণ)
Parts of Speech কাকে বলে? কত প্রকার ও কি কি?
Parts of Speech এর প্রকারভেদঃ
Pronoun (সর্বনাম):
Adjective (নাম বিশেষণ):
Verb (ক্রিয়া বা কাজ):
Adverb (ক্রিয়া বিশেষণ):
Preposition (পদান্বয়ী অব্যয়):
Conjunction (সংযোজক অব্যয়):
Interjection (আবেগসূচক অব্যয়):
Exercise for practise
1. Alas! We have lost.
2. The lion is in the cage.
3. We are waiting for them.
4. Raju is my best friend.
5. He could not attend the conference.
6. She was anxious to leave.
7. Susie asked me if I wanted to join her.
8. The teacher asked him to leave the class because he misbehaving.
9. I don’t know what I am supposed to do with this.
10. Karan wants to become an astronomer.
11. My sister can speak English well.
12. Are there any good restaurants in this town?
13. As he had not prepared for the examination, he could not answer any questions.
14. What are you doing in the garage?
15. Do you know his name?
16. He ran as fast as he could.
17. She finished her meal quickly.
18. I have never been to the US.
19. He has always wanted to be a millionaire.
20. I am not happy with my results.
Some sentences for practices
1. Dhaka is the capital of Bangladesh. noun
2. He goes to school. Pronoun
3. They play football. verb
4. Sumon is a good boy. Adjective
5. He walks slowly. adverb
6. He put the book on the table. preposition
7. Alas! I have failed. interjection
8. Hurrah! We have won the game. interjection
9. I have five books. adjective
10. Honesty is the best policy . noun
11. The pious are happy. noun
12. Iron is a useful metal. noun
13. Rahim and Karim go to school everyday. conjunction
14. Bread and butter is favorite to me. preposition
15. He is very clever. adverb
Affirmative To Negative
Voice Change
General Rules of Active Voice to Passive Voice :
1.Active voice এর Object , Passive voice এ Subject হয়ে বসবে ।
2.Active voice এর Subject , Passive voice এ Object তারপূর্বে by বসে ।
3 Active voice এর মূল verb ,Passive Voice এ verb এর past participle রূপ বসে । তার পূর্বে Tense ও Subject অনুযায়ী Auxiliary Verb বসে ।Tense অনুযায়ী Voice করার নিয়ম হয়ে বসবে এবং
Present Indefinite | Past Indefinite | Future Indefinite |
Subject(Active voice এর obj)+am/is/are+ verb এর past participle+by+Object(obj. form)
1.Active: I play football. Passive:Football is played by me. 2.Active: We eat mango. Passive: Mango is eaten by us.
| Subject(Active voice এর obj)+was/were+ verb এর past participle+by+Object(obj. form) 1.Active: I played football. Passive:Football was played by me. 2.Active: We ate mango. Passive: Mango was eaten by us. | Subject(Active voice এর obj)+shall be/will be+ verb এর past participle+by+Object (obj. form) 1.Active: I shall played football. Passive:Football will be played by me. 2.Active: We shall eat mango. Passive: Mango will be eaten by us. |
Present Continuous | Past Continuous | Future Continuous |
Subject(Active voice এর obj)+am being/is being/are being+ verb এর past participle+by+Object
1.Active: I am playing football. Passive:Football is being played by me. 2.Active: We are eating mango. Passive: Mango is being eaten by us. | Subject(Active voice এর obj)+was being/were being+ verb এর past participle+by+Object
1.Active: I was playing football. Passive:Football was being played by me. 2.Active: We were eating mango. Passive: Mango was being eaten by us.
| Subject(Active voice এর obj)+shall be being/will be being+ verb এর past participle+by+Object (obj. form) 1.Active: I shall be playing football. Passive:Football will be being played by me. 2.Active: We shall be eating mango. Passive: Mango will be being eaten by us. |
Present Perfect | Past Perfect | Future Perfect |
Subject(Active voice এর obj)+have been/has been+ verb এর past participle+by+Objet(obj. form) 1.Active: I have played football. Passive:Football has been played by me. 2.Active: We have eaten mango. Passive: Mango has been eaten by us. | Subject(Active voice এর obj)+had been+ verb এর past participle+by+Objet(obj. form) 1.Active: I had played football. Passive:Football had been played by me. 2.Active: We had eaten mango. Passive: Mango had been eaten by us.
| Subject(Active voice এর obj)+shall have been/will have been+ verb এর past participle+by+Object (obj. form) 1.Active: I shall have played football. Passive:Football will have been played by me. 2.Active: We shall have eaten mango. Passive: Mango will have been eaten by us. |
Thanks for sharing this. It is not easy for students to attend all online classes. If you are looking for someone to pay to do my online statistics class then Online Class Kingdom can take all your online classes and suerly score a good grade on your behalf.
ReplyDeleteOnline exam are juggling academic and professional commitments. It become a hectic situation for working professionals so now they can pay someone to take my test for me. Online Class Experts has a dedicated team of experts and our experts have been doing great in all of the subjects.
ReplyDeleteMathematics is a subject that most students fear. If you are looking to hire someone to take discrete mathematics test then Tutors Umbrella is the best option you got. We will do the mathematics test for you with great grades. Get in touch to know more.
ReplyDelete